ত্বালহা ইবনু ওবায়দুল্লাহ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন,
উচ্চারণ : আল্লা-হু আক্বার, আল্ল-হুম্মা আহিল্লাহূ ‘আলাইনা- বিল আমনি ওয়াল ঈমা-নি ওয়াস্সালা-মাতি ওয়াল ইসলা-মি ওয়াত্তাওফীক্বি লিমা- তুহি:ব্বু ওয়া তারয¦- রব্বুনা- ওয়া রব্বুকাল্ল-হ।) অর্থ : ‘আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে উদয় কর। আর যা তুমি ভালবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের তাওফীক্ব দাও। আল্লাহ তোমার এবং আমাদের প্রতিপালক’ (তিরমিযী, মিশকাত, হা/২৪২৮, পৃঃ ২১৪, সনদ ছহীহ)। উল্লেখ্য, শা‘বান কিংবা রামাযানের চাঁদ দেখলেই অত্র দো‘আটি পড়তে হবে তা নয়; বরং যখনই নতুন চাঁদ দেখবে, তখনই এই দো‘আ পড়তে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন