উম্মে সালমা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, যদি কোন মুসলমানের উপর কোন বিপদ আসে এবং বলে,
উচ্চারণ : ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি র-জি‘উন, আল্ল-হুম্মা আর্জিনী ফী মুস্বীবাতি ওয়াখ্লুফ্ লী খইরাম মিনহা-। অর্থ : ‘আমরা আল্লাহর জন্য এবং তাঁর নিকটেই আমাদের প্রত্যাবর্তন। হে আল্লাহ! আমার বিপদে আমাকে প্রতিদান দাও এবং আমাকে এর চেয়ে উত্তম প্রতিনিধি দাও। তাহ’লে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম প্রতিনিধি দান করবেন’ (সিলসিলা, মিশকাত, হা/১৬১৮, পৃঃ ১৪০)। উল্লেখ্য যে, মৃত্যু সংবাদের জন্য নির্ধারিত কোন দো‘আ নেই। তবে মৃত্যু সংবাদ বিপদ সংবাদ হেতু এ দো‘আ পড়া যায়।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন