উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) আবু সালামার নিকট আসলেন, এমতাবস্থায় তার চক্ষু খোলা ছিল, তিনি তাঁর চক্ষু বন্ধ করলেন। অতঃপর বললেন, ‘রূহ যখন কবয করা হয় তখন চক্ষু তার অনুসরণ করে। এ কথা শুনে আবু সালামার পরিবারের কিছু লোক চিৎকার করে কেঁদে উঠল। তখন রাসূল (ছাঃ) বললেন, তোমরা তোমাদের আত্মার জন্য কল্যাণ ছাড়া অমঙ্গল কামনা কর না। তোমরা যা বল ফেরেশতাগণ তার সাথে সাথে আমীন বলেন। অতঃপর রাসূল (ছাঃ) বললেন,
উচ্চারণ : আল্ল-হুম্মার্গ্ফি লি আবী সালা-মাতা ওর্য়াফা’ দারাজাতাহূ ফিল মাহ্দিইয়ীনা ওয়াখ্লুফহূ ফী ‘আক্বিবিহি ফিল গ-বিরীন, ওয়ার্গ্ফি লানা- ওয়া লাহূ ইয়া- রব্বাল ‘আ-লামীন, ওয়াফসাহ: লাহূ ফী ক্বব্রিহী ওয়া নাব্বির লাহূ ফীহ।
অর্থ : ‘হে আল্লাহ! তুমি আবু সালামাকে মাফ করে দাও। আর হেদায়াত প্রাপ্তদের মধ্যে তাকে উচ্চ মর্যাদা দাও এবং তার পিছনে যারা রয়ে গেল তাদের মধ্যে তুমি তার প্রতিনিধি হও। হে বিশ্ব জাহানের প্রতিপালক! তুমি আমাদেরকে ও তাকে ক্ষমা কর। তার কবর প্রশস্ত করে দাও এবং সেখানে তার জন্য আলোর ব্যবস্থা কর’ (মুসলিম, মিশকাত হা/১২১৯, ‘জানাযা’ অধ্যায়)।
যে কোন মৃত ব্যক্তির জন্য দো‘আটি সংক্ষিপ্ত করে এভাবে বলা যায়-
উচ্চারণ : আল্ল-হুম্মার্গ্ফি লাহূ ওর্য়াফা’ দারাজাতাহূ ফিল মাহ্দিইয়ীনা ওয়াফসাহ: লাহূ ফী ক্বব্রিহী ওয়া নাব্বির লাহূ ফীহ। অর্থ : হে আল্লাহ! তুমি তাকে মাফ করে দাও। আর হেদায়াত প্রাপ্তদের মধ্যে তাকে উচ্চ মর্যাদা দাও। তার কবর প্রশস্ত করে দাও এবং সেখানে তার জন্য আলোর ব্যবস্থা কর।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন