(১) ইবনু আব্বাস (রাঃ) হ’তে বর্ণিত একবার নবী করীম (ছাঃ) একজন বেদুঈনকে দেখতে গেলেন। আর তাঁর নিয়ম এই ছিল যে, যখন তিনি কোন রোগীকে দেখতে যেতেন তখন বলতেন,
(লা- বা‘সা তুহূর“ন ইংশা-আল্ল-হ) ‘ভয় নেই, আল্লাহর মেহেরবানীতে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ’ (বুখারী, মুসলিম, মিশকাত, হা/১৫২৯, পৃঃ ১৩৪)।
(২) আয়েশা (রাঃ) বলেন, আমাদের মধ্যেকার কেউ যখন অসুস্থ হ’ত, তখন রাসুলুল্লাহ (ছাঃ) তার ডান হাত রোগীর শরীরে বুলাতেন এবং বলতেন,
উচ্চারণ : আয্হিবিল বা‘স, রব্বান না-স, ওয়াশ্ফি আংতাশ শা-ফী লা- শিফা-আ ইল্লা- শিফাউকা শিফা-আন লা- ইউগা-দির“ সাক্ব-মা।
অর্থ : ‘হে মানুষের প্রতিপালক! এ রোগ দূর কর এবং আরোগ্য দান কর, তুমিই আরোগ্য দানকারী। তোমার আরোগ্য ব্যতীত কোন আরোগ্য নেই। এমন আরোগ্য, যা বাকী রাখে না কোন রোগ’ (বুখারী, মিশকাত, হা/১৫৩০, পৃঃ ১৩৪)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন