রোগী দেখার দো‘আ

একটি মন্তব্য পোস্ট করুন

(১) ইবনু আব্বাস (রাঃ) হ’তে বর্ণিত একবার নবী করীম (ছাঃ) একজন বেদুঈনকে দেখতে গেলেন। আর তাঁর নিয়ম এই ছিল যে, যখন তিনি কোন রোগীকে দেখতে যেতেন তখন বলতেন, 

(লা- বা‘সা তুহূর“ন ইংশা-আল্ল-হ) ‘ভয় নেই, আল্লাহর  মেহেরবানীতে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ’ (বুখারী, মুসলিম, মিশকাত, হা/১৫২৯, পৃঃ ১৩৪)। 

(২) আয়েশা (রাঃ) বলেন, আমাদের মধ্যেকার কেউ যখন অসুস্থ হ’ত, তখন রাসুলুল্লাহ (ছাঃ) তার ডান হাত রোগীর শরীরে বুলাতেন এবং বলতেন, 

উচ্চারণ : আয্হিবিল বা‘স, রব্বান না-স, ওয়াশ্ফি আংতাশ শা-ফী লা- শিফা-আ ইল্লা- শিফাউকা শিফা-আন লা- ইউগা-দির“ সাক্ব-মা। 

অর্থ : ‘হে মানুষের প্রতিপালক! এ রোগ দূর কর এবং আরোগ্য দান কর, তুমিই আরোগ্য দানকারী। তোমার আরোগ্য ব্যতীত কোন আরোগ্য নেই। এমন আরোগ্য, যা বাকী রাখে না কোন রোগ’ (বুখারী, মিশকাত, হা/১৫৩০, পৃঃ ১৩৪)। 


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter