
মাওলানা আবদুর রাযযাক বিন ইউসুফ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর সুযোগ্য শিক্ষক, বক্তৃতা জগতের বীর সেনানী ও বিশিষ্ট মুনাযের। তাঁর লেখা “আইনে রাসূল (ছাঃ) দো‘আ অধ্যায়” বইটি আমি বেশীর ভাগই পড়েছি। বাজারে দো‘আর অনেক বই পাওয়া যায়, যেগুলিতে ছহীহ ও যঈফ-এর কোন তোয়াক্কা করা হয় না। কিন্তু এই বইটি ব্যতিক্রমধর্মী। এতে শুধু পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত দো‘আগুলি স্থান পেয়েছে, অন্যগুলি নয়। লেখালেখির জগতে লেখকের কেবলমাত্র হাতে খড়ি। কাজেই ভাষাগত কিছু ত্র“টি বা অসুবিধা থাকা অসম্ভব নয়। কিন্তু মূল বিষয় ঠিক আছে। এই বই পাঠে মুসলিম উম্মাহ যে যথেষ্ট উপকৃত হবে, তা বলার অপেক্ষা রাখে না। আমি এই বইটির বহুল প্রচার কামনা করছি। সাথে সাথে এই দো‘আ করছি যে, আল্লাহ যেন লেখককে ইসলামের অপরাপর বিষয়ে গ্রন্থ রচনার তাওফীক দান করেন এবং এটি যেন তার পরকালের মুক্তির অসীলা হয়- আমীন!
শায়খ আবদুছ ছামাদ সালাফী
নায়েবে আমীর
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
ও
অধ্যক্ষ
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী
নওদাপাড়া, রাজশাহী।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন