দো‘আর অর্থ

 অর্থ চাওয়া, প্রার্থনা করা ইত্যাদি। অর্থাৎ সাধারণ ব্যক্তি কর্তৃক বড় কোন ব্যক্তির নিকট ভয়-ভীতি সহকারে বিনয়ের সাথে নিবেদন করা। দো‘আ অর্থ ডাকা। আল্লাহ বলেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব’ (মুমিন ৬০)। দো‘আ অর্থ ইবাদত করা। আল্লাহ বলেন, ‘তুমি আল্লাহ ব্যতীত এমন কারো ইবাদত করো না, যে তোমার ভাল-মন্দ কিছুই করতে পারে না’ (ইউনুস ১০৬)। দো‘আ অর্থ বাণী। আল্লাহ বলেন, ‘সেখানে তাদের বাণী হ’ল, ‘হে আল্লাহ! আপনি পবিত্র; আর তাদের শুভেচ্ছা হ’ল সালাম’ (ইউনুস ১০)। দো‘আ অর্থ আহ্বান করা। আল্লাহ বলেন, ‘যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন, অতঃপর তোমরা তাঁর প্রশংসা করতে করতে চলে আসবে’ (ইসরা ৫২)। দো‘আ অর্থ অনুনয়বিনয় করা। আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে বিনয়ের সাথে ডাক’ (বাক্বারাহ ২৩)। দো‘আ অর্থ প্রশংসা সহকারে ডাকা। আল্লাহ বলেন, ‘হে নবী! আপনি বলুন, আমি আল্লাহর প্রশংসা করি অথবা রহমানের প্রশংসা করি’ (ইসরা ১১০; মির‘আত, ৩য় খÊ, পৃঃ ৩৯৪)।


একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter