আবদুল্লাহ ইবনু যুবায়ের (রাঃ) যখন মেঘের গর্জন শুনতেন তখন কথা বলা ছেড়ে দিতেন এবং বলতেন,
উচ্চারণ : সুব্হা-নাল্লাযী ইয়ুসাব্বিহু:র রা‘দু বিহাম্দিহী ওয়াল মালা-য়িকাতু মিন খীফাতিহ। অর্থ : ‘পাক পবিত্র সেই মহান সত্তা, যার পবিত্রতা বর্ণনা করে প্রশংসা সহকারে মেঘের গর্জন এবং ফেরেশতাগণ তার ভয়ে ভীত হয়ে পবিত্রতা বর্ণনা করে’ (মুয়াত্তা মালেক, মিশকাত, হা/১৫২২, পৃঃ ১৩৩, সনদ ছহীহ)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন