মা আয়েশা (রাঃ) বলেন, বাতাস যখন দ্র“ত প্রবাহিত হ’ত তখন রাসূল (ছাঃ) বলতেন,
উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা খইরহা- ওয়া খইরা মা- ফীহা ওয়া খইরা মা- উরসিলাত বিহী ওয়া আ‘উযুবিকা মিন র্শারিহা- ওয়া র্শারি মা- ফীহা ওয়া র্শারি মা- উরসিলাত বিহ।
অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার নিকটে ঝড় ও বাতাসের কল্যাণ চাই, যে কল্যাণ তার মধ্যে নিহিত রয়েছে এবং যে কল্যাণ তার সাথে প্রেরিত হয়েছে। আর আমি আশ্রয় চাচ্ছি তোমার নিকট তার অনিষ্ট হ’তে, তার ভিতরে নিহিত অনিষ্ট হ’তে এবং যে অনিষ্ট তার সাথে প্রেরিত হয়েছে, সে অনিষ্ট হ’তে’ (বুখারী, মুসলিম, মিশকাত, পৃঃ ১৩২)। উল্লেখ্য যে, ঝড়-তুফানের সময় আযান দেয়া বিদ‘আত।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন