মৃত ব্যক্তিকে দাফন করার পর দো‘আ

একটি মন্তব্য পোস্ট করুন

ওছমান (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন মুরদাকে দাফন করে অবসর গ্রহণ করতেন তখন বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর, তোমরা তাঁর জন্য কবরে স্থায়িত্ব চাও (অর্থাৎ সে যেন ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারে)। এখন তাঁকে জিজ্ঞেস করা হচ্ছে’ (আবুদাঊদ, মিশকাত, হা/১৭০৭, পৃঃ ২৬)। উল্লেখ্য যে, দাফনের পর বলা যায়,  

(আল্ল-হুম্মাগ্ফির লাহূ ওয়া ছাববিতহু) ‘হে আল্লাহ! তুমি এই মৃতকে ক্ষমা কর ও তাকে দৃঢ়পদ রাখ’। আর জানাযার দো‘আগুলিও ব্যক্তিগতভাবে পড়া যায় (আবুদাউদ, মিশকাত হা/১৩৩; হিছনুল মুসলিম, দো‘আ নং ১৬৪)। দাফনের পর সম্মিলিতভাবে হাত তুলে দো‘আ করা বিদ‘আত এবং বহুল প্রচলিত মাটি দেয়ার দো‘আটিও নিতান্তই য‘ঈফ, যা পরিত্যাজ্য। দো‘আটি নিম্নরুপ, 


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter