বুরায়দা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) তাদেরকে এ দো‘আ শিক্ষা দিতেন, যখন তারা কবর যিয়ারতে বের হ’তেন,
উচ্চারণ : আস্সালা-মু ‘আলায়কুম আহ্লাদ দিয়া-রি মিনাল মু‘মিনীনা ওয়াল মুস্লিমীনা ওয়া ইন্না- ইংশা-আল্ল-হু বিকুম লালা-হিক‚ন, নাস্আলুল্ল-হা লানা- ওয়া লাকুমুল ‘আ-ফিয়াহ।
অর্থ : ‘হে কবরবাসী মুমিন ও মুসলমান! তোমাদের প্রতি সালাম বর্ষিত হৌক, আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি’ (মুসলিম, মিশকাত, হা/১৭৬৪, পৃঃ ১৫৪)। অন্য বর্ণনায় নিম্নরুপ দো‘আও বর্ণিত হয়েছে,
উচ্চারণ : আস্সালা-মু ‘আলা- আহ্লিদ দিয়া-রি মিনাল মু‘মিনীনা ওয়াল মুস্লিমীনা ওয়া ইয়ার হামুল্ল-হুল মুসতাক্বদিমীনা ওয়াল মুসতাখিরীনা ওয়া ইন্নাইংশা-আল্ল-হু বিকুম লালা-হিক‚ন। অর্থ : ‘কবরবাসী মুমিন ও মুসলমানদের প্রতি সালাম বর্ষিত হৌক, অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি’ (মুসলিম, মিশকাত, হা/১৭৬৭,পৃঃ ১৫৪)। উল্লেখ্য যে, ক্ববর যিয়ারতের বহুল প্রচলিত দো‘আর প্রমাণে হাদীছটি যঈফ। দো‘আটি নিম্নরুপ,
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন