বৃষ্টি প্রার্থনার দো‘আ সমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

 (১) জাবের (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে হাত উঠিয়ে বলতে দেখেছি, 

উচ্চারণ : আল্ল-হুম্মাস্ক্বিনা- গাইছাম মুগীছাম মারীআম মারী‘আ- না-ফি‘আন গইরা য¦র্-রিন ‘আজিলান গয়রা আ-জিল। অর্থ : ‘হে আল্লাহ তুমি আমাদেরকে এমন বৃষ্টি দাও, যা ফসল উৎপাদনের উপযোগী, কল্যাণকর, ¶তিকারক নয়, শীঘ্রই আগমনকারী, বিলম্বকারী নয়’ (আবুদাঊদ, মিশকাত, হা/১৫০৭,পৃঃ ১৩২, সনদ ছহীহ)। (২) আমর ইবনু শো‘আইব তার পিতা হ’তে বর্ণনা করেন, তার পিতা তার দাদা হ’তে বর্ণনা করেন যে, তার দাদা বলেন, নবী করীম (ছাঃ) যখন বৃষ্টি প্রার্থনা করতেন তখন বলতেন, 

উচ্চারণ : আল্ল-হুম্মাস্ক্বি ‘ইবা-দাকা ওয়া বাহীমাতাকা ওয়াংশুর রহ:মাতাকা ওয়া আহ্:য়ি বালাদাকাল মাইয়িত। অর্থ : ‘হে আল্লাহ! তুমি তোমার বান্দাগণকে এবং চতুষ্পদ জন্তুগুলিকে পানি পান করাও, তোমার রহমত পরিচালনা কর, আর তোমার মৃত শহরকে জীবিত কর’ (আবুদাঊদ, মিশকাত, হা/১৫০৬, পৃঃ ১৩২, সনদ ছহীহ, হাসান)। (৩) আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বৃষ্টি হওয়ার সময় বলতেন, ১ষ?#র১ ৬ ১ষ৭ঈ০ :  /  ](ঊ+ (আল্ল-হুম্মা স্বইয়িবান নাফি‘আ) ‘হে আল্লাহ! মুষলধারে উপকারী বৃষ্টি বর্ষণ করুন’ (আবুদাঊদ, মিশকাত, হা/১৫০০,পৃঃ ১৩৩, সনদ ছহীহ)। বৃষ্টি শেষে বলতেন, 

(মুত্বিরনা বিফায¦লিল্লা-হি ওয়া রহমাতিহ) ‘আল্লাহর অনুগ্রহ ও রহমতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে’ (বুখারী, ‘ইসতিসক্বা’ অধ্যায়, মিশকাত হা/১০৩৮)। 


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter