ইবনু ওমর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যখন তোমরা লাশ কবরে রাখ, তখন বল,
(বিস্মিল্লা-হি ওয়া আলা মিল্লাতি রসূলিল্লাহ) ‘আল্লাহর নামে এবং তাঁর রাসূল (ছাঃ)-এর মিল্লাতের উপর (লাশকে কবরে রাখছি)’ (আবুদাঊদ, বুলূগুল মারাম, পৃঃ ১৬০)। মৃতব্যক্তিকে ডান কাতে কবরে রাখা সুন্নাত। চিৎ করে এবং বুকের উপর হাত রেখে কবরে রাখার কোন প্রমাণ নেই। আর মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ ছাড়া কোন দো‘আ নেই।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন