আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন জানাযার ছালাত পড়তেন তখন বলতেন,
উচ্চারণ : আল্ল-হুম্মাগ্ফির লিহাইয়িনা- ওয়া মাইয়িতিনা- ওয়া শা-হিদিনা- ওয়া গ-য়িবিনা- ওয়া স্বগীরিনা- ওয়া কাবীরিনা- ওয়া যাকারিনা- ওয়া উংছা-না, আল্ল- হুম্মা মান আহ:ইয়াইতাহূ মিন্না ফাআহ:য়িহী ‘আলাল ইসলা-ম, ওয়া মাং তাওয়াফফাইতাহূ মিন্না ফাতাওয়াফফাহূ ‘আলাল ঈমান, আল্ল-হুম্মা লাতাহ:রিমনা- আজ্রাহূ ওয়ালা- তাফ্তিন্না- বা‘দাহ। অর্থ : ‘হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, উপস্থিত-অনুপস্থিত, ছোট-বড়, নরনারী সকলকে ক্ষমা কর। হে আল্লাহ! আমাদের মাঝে যাদের জীবিত রাখবে, তাদেরকে ইসলামের উপর জীবিত রাখ। আর যাদের মৃত্যু দান করবে, তাদের ঈমানের সাথে মৃত্যু দান কর। হে আল্লাহ! আমাদেরকে তার নেকী হ’তে বঞ্চিত কর না এবং তার মৃত্যুর পর আমাদেরকে পথভ্রষ্ট করো না’ (আবুদাঊদ, মিশকাত হা/১৬৫৫, পৃঃ ১৫৬, সনদ ছহীহ)। আওফ ইবনু মালেক (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) একবার এক জানাযার ছালাত পড়ালেন। আমি তাঁর দো‘আর কিছু অংশ মনে রেখেছি। তিনি বলেছিলেন,
উচ্চারণ : আল্ল-হুম্মাগ্ফির লাহূ ওয়ারহামহূ ওয়া ‘আ-ফিহী ওয়া‘ফু ‘আনহু ওয়া আকরিম নুযুলাহূ ওয়া ওয়াস্সি‘ মাদ্খলাহ, ওয়াগ্িসলহু বিলমা-য়ি ওয়াছছালজি ওয়ালবারাদ, ওয়া নাক্কিহী মিনাল খাত্ব-য়া কামা- নাক্কায়তাছ ছাওবাল আব্ইয়াযু মিনাদ দানাস, ওয়াবদিলহু দা-রান খইরাম মিন দা-রিহী ওয়া আহলান খইরাম মিন আহলিহী ওয়া ঝাওজান খইরাম মিন ঝাওজিহী ওয়াদ্খিলহুল জান্নাতা ওয়া আ‘ইয্হু মিন ‘আযা-বিল ক্ববরি ওয়া ‘আযা-বিন না-র।
অর্থ : ‘হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা করে দাও, তার উপর রহম কর, তাকে পূর্ণ নিরাপত্তা দান কর, তাকে ক্ষমা কর, মর্যাদার সাথে তার আপ্যায়ণ কর, তার বাসস্থান প্রশস্ত কর। তুমি তাকে ধৌত করে দাও পানি, বরফ ও শিশির দিয়ে। তুমি তাকে পাপ হ’তে এমনভাবে পরিষ্কার কর যেমনভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। তাকে দুনিয়ার ঘরের পরিবর্তে উত্তম ঘর প্রদান কর। তাকে দুনিয়ার পরিবারের চেয়ে উত্তম পরিবার দান কর। তার দুনিয়ার স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী দান কর এবং তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আর তাকে কবরের আযাব এবং জাহান্নামের আযাব হতে বাঁচাও’ (মুসলিম, মিশকাত হা/১৬৭৫, ‘জানাযা’ অধ্যায়)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন