(১) আয়েশা (রাঃ) বলেন, যখন কোন মানুষ তার কোন অঙ্গে ব্যথা অনুভব করত অথবা কোথাও ফোঁড়া, বাঘী বা যখম দেখা দিত, তখন নবী করীম (ছাঃ) তার উপর নিজের আঙ্গুল বুলাতেন এবং বলতেন,
উচ্চারণ : বিস্মিল্লা-হি র্তুবাতু র্আযি¦না বিরীক্বতি বা‘যি¦না লিউশফা সাক্বীমুনা বি ইযনি রব্বিনা। অর্থ : ‘আল্লাহর নামে, আমাদের যমীনের মাটি আমাদের কারো থুথুর সাথে মিশে আমাদের রোগীকে ভাল করবে, আমাদের রবের নির্দেশে’ (বুখারী, মিশকাত, হা/১৫৩১, পৃঃ ১৩৪)।
(২) আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন পীড়িত হ’তেন, তখন সূরা নাস, ফালাক্ব পড়ে নিজের শরীরে ফুঁ দিতেন এবং নিজের হাত দ্বারা শরীর মুছে ফেলতেন (বুখারী, মুসলিম, মিশকাত, হা/১৫৩২, পৃঃ ১৩৪)। (৩) ওছমান ইবনু আবুল ‘আছ (রাঃ) হ’তে বর্ণিত, একবার তিনি রাসূল (ছাঃ)-এর নিকট বেদনার অভিযোগ করলেন, যা তিনি তার শরীরে অনুভব করছিলেন। রাসূল (ছাঃ) তাকে বললেন, তুমি তোমার বেদনার জায়গায় হাত রাখ এবং তিনবার বিসমিল্লাহ বল এবং সাত বার বল,
(‘আউযু বিইয্যাতিল্লা-হি ওয়া ক্বুদ্রতিহি মিং র্শারি মা আজিদু ওয়া উহাযির“) ‘আমি আল্লাহর প্রতাপ ও তাঁর ক্ষমতার নিকট আশ্রয় চাচ্ছি ঐ বস্তু হ’তে, যা আমি অনুভব করছি ও আশংকা করছি, তার অনিষ্ট হ’তে’ (মুসলিম, মিশকাত, হা/১৫৩৩, পৃঃ ১৩৪)। (৪) আবু সাঈদ খুদরী (রাঃ) হ’তে বর্ণিত, একবার জিবরীল (আঃ) নবী করীম (ছাঃ)-এর নিকট এসে বললেন, হে মুহাম্মাদ (ছাঃ)! আপনি কি অসুস্থতা বোধ করছেন? রাসূল (ছাঃ) বললেন, হ্যাঁ। জিবরীল (আঃ) বললেন,
উচ্চারণ : বিস্মিল্লা-হি র্আক্বীকা মিং কুলি− শাইং ইউযিকা মিং র্শারি কুলি− নাফ্সিন আও আইনিন হাসিদিন আল্ল-হু ইয়াশ্ফীকা বিস্মিল্লা-হি র্আক্বীকা। অর্থ : ‘আল্লাহর নামে আপনাকে ঝাঁড়ছি এমন প্রত্যেক বিষয় হ’তে, যা আপনাকে কষ্ট দেয়, প্রত্যেক ব্যক্তির অকল্যাণ হ’তে অথবা প্রত্যেক বিদ্বেষী চ¶ুর অকল্যাণ হ’তে। আল্লাহ আপনাকে আরোগ্য কর“ন। আল্লাহর নামে ঝাঁড়ছি’ (মুসলিম মিশকাত, হা/১৫৩৪, পৃঃ ১৩৪)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন