আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন মসজিদের দিকে যেতেন, তখন বলতেন,
উচ্চারণ : আল্ল-হুম্মাজ্‘আল্ ফী ক্বল্বী নূরা, ওয়া ফী লিসা-নী নূরা-, ওয়াজ্‘আল্ ফী সাম‘ঈ নূরা-, ওয়াজ্‘আল্ ফী বাস্বারী নূরা-, ওয়াজ্‘আল্ মিন্ খল্ফী নূরা-, ওয়া মিন্ আমা-মী নূরা-, ওয়াজ্‘আল্ মিন্ ফাওক্বী নূরা-, ওয়া মিন্ তাহ্:তী নূরা-, আল্ল- হুম্মা আ‘ত্বিনী নূরা-। অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার অš—রে, জিহŸায়, কর্ণে ও চোখে আলো দান কর। আমার পিছনে ও সামনে আলো দান কর। আলো দান কর আমার উপরে ও নীচে। হে আল্লাহ! তুমি আমাকে আলো দান কর’ (মুসলিম, মিশকাত পৃঃ ১০৬, হা/১১৯৫ ‘রাতের ছালাত’ অনুচ্ছেদ)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন