আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যখন ইমাম ‘সামি‘আল্লা-হু লিমান হামিদাহ’ বলবে, তখন তোমরা বলবে,
(আল্ল-হুম্মা রব্বানা- লাকাল হাম্দ) ‘হে আল্লাহ! যাবতীয় প্রশংসা একমাত্র তোমারই’ (বুখারী, মুসলিম, মিশকাত, পৃঃ ৮২)। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন রুকু‚ হ’তে মাথা উঠাতেন, তখন বলতেন,
উচ্চারণ : আল্ল-হুম্মা রব্বানা- লাকাল হামদু মিল্আস সামা-ওয়া-তি ওয়া মিল্আল আরযি¦ ওয়া মিল্আ মা- শি’তা মিং শাইয়িম বা‘দু আহ্লাছ ছানা-য়ি ওয়াল মাজ্দি আহাক্কু মা-ক্ব-লাল ‘আবদু ওয়া কুল্লুনা- লাকা ‘আবদুন, আল্ল-হুম্মা লা- মা-নি‘আ লিমা- আ‘ত্বইতা ওয়ালা- মু‘ত্বিয়া লিমা- মানা‘তা ওয়ালা- ইয়ান্ফায়ু যাল জাদ্দি মিংকাল জাদ্দ। অর্থ : ‘হে আল্লাহ! তোমারই প্রশংসা যা আসমান পরিপূর্ণ, যমীন পরিপূর্ণ এবং তুমি যা চাও তা পরিপূর্ণ। হে প্রশংসা ও মর্যাদার অধিকারী! মানুষ যা (তোমার প্রশংসায়) বলে তুমি তার চেয়ে অধিক উপযোগী। আমরা সকলেই তোমার দাস। হে আল্লাহ! তুমি যা প্রদান করবে, তাতে বাধা দেওয়ার কেউ নেই। আর তুমি যাতে বাধা প্রদান করবে, তা প্রদানের কেউ নেই। কোন সম্পদশালীর সম্পদ তোমার শাস্তি হ’তে রক্ষা করতে পারবে না। সে সম্পদও তোমার নিকট থেকে প্রাপ্ত’ (মুসলিম, মিশকাত, পৃঃ ৮২)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন