নব দম্পতির জন্য দো‘আ

একটি মন্তব্য পোস্ট করুন

 নতুন স্ত্রী গ্রহণ অথবা চতুষ্পদ জন্তু ক্রয়ের সময় কপালে হাত রেখে পঠিতব্য দো‘আ 

‘আমর ইবনু শো‘আইব তার পিতা হ’তে তার দাদার মাধ্যমে বর্ণনা করেন যে, নবী করীম (ছাঃ) বলেছেন, ‘যখন তোমাদের কেউ কোন নারীকে বিবাহ করে অথবা কোন খাদেম ক্রয় করে তখন সে যেন বলে, 


উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা খইরাহা ওয়া খইরা মা- জাবালতাহাআলইহি ওয়া আ‘উযুবিকা মিন র্শারি হা- ওয়া র্শারি মা- জাবালতাহা‘আলাইহ। অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার নিকট তার মঙ্গল চাই এবং তার সেই কল্যাণময় স্বভাবের প্রার্থনা করি, যার উপর তুমি তাকে সৃষ্টি করেছ। আর আমি তোমার নিকট আশ্রয় চাই তার অনিষ্ট হ’তে, যে অনিষ্ট দিয়ে তুমি তাকে সৃষ্টি করেছ’। অন্য বর্ণনায় রয়েছে, চুলের সম্মুখভাগ ধরে বরকতের দো‘আ পড়তে হবে (তিরমিযী, মিশকাত, পৃঃ ২১৫, সনদ ছহীহ)। 


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter