আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সাথে মিলিত হ’তে ইচ্ছা করবে, তখন বলবে,
: বিস্মিল্লা-হি আল্ল-হুম্মা জান্নিব্নাশ্ শায়ত্ব-না ওয়া জান্নিবিশ্ শায়ত্ব-না মা- রঝাক্বতানা-।
অর্থ : ‘হে আল্লাহ! তোমার নামে আরম্ভ করছি তুমি আমাদের নিকট হ’তে শয়তানকে দূরে রাখ। আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবে, তা হ’তেও শয়তানকে দূরে রাখ’ (বুখারী, মুসলিম, মিশকাত, পৃঃ ২১২)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন