ওমর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম রূপে ওযূ করবে অথবা পূর্ণ নিয়মের সাথে ওযূ করবে, অতঃপর বলবে, উচ্চারণ : আশ্হাদু আল্লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহ্:দাহূ লা- শারীকা…
(১) আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যখন কোন ব্যক্তি ঘর হ’তে বের হওয়ার সময়ে বলে, (বিস্মিল্লা-হি তাওয়াক্কাল্তু ‘আলাল্ল-হ, ওয়া লা- হাওলা ওয়ালা- কুওওয়াতা ইল্লাবিল্লা-হ) ‘আল্লাহর নামে বের হ’…
রাতে বা দিনে মোরগের ডাক শুনলে আল্লাহর অনুগ্রহ চাইতে হবে। আর গাধা ও কুকুরের ডাক শুনলে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে। আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আ…
আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) যখন পায়খানায় প্রবেশ করতেন তখন বলতেন, উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল্ খুবুছি ওয়াল্ খাবা-য়িছ। অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার নিকট অপবিত্র জিন ও অপবিত্রা …
আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখনই কোন নতুন পোষাক পরিধান করতেন, তখন তার নাম উল্লেখ করতেন। যেমন পাগড়ী, জামা, চাদর ইত্যাদি। অতঃপর বলতেন, উচ্চারণ : আল্ল-হুম্মা লাকাল হামদু আংতা কাসাওতানীহি আস…