নতুন কাপড় পরিধানের দো‘আ

একটি মন্তব্য পোস্ট করুন

 আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখনই কোন নতুন পোষাক পরিধান করতেন, তখন তার নাম উল্লেখ করতেন। যেমন পাগড়ী, জামা, চাদর ইত্যাদি। অতঃপর বলতেন, 

উচ্চারণ : আল্ল-হুম্মা লাকাল হামদু আংতা কাসাওতানীহি আস্আলুকা খইরহু ওয়া খইরা মা- স্বুনি‘আ লাহু, ওয়া আ‘ঊযুবিকা মিং র্শারিহী ওয়া র্শারি মা- স্বুনি‘আ লাহু।


অর্থ : ‘হে আল্লাহ! সমস্ত প্রশংসা তোমারই, তুমি আমাকে এ পোষাক পরিধান করিয়েছ। আমি তোমার নিকট এর কল্যাণ কামনা করছি এবং যে উদ্দেশ্যে এটা প্রস্তুত করা হয়েছে, তারও কল্যাণ কামনা করছি এবং তার অনিষ্ট হ’তে পরিত্রাণ চাচ্ছি। আর যে অনিষ্টের উদ্দেশ্যে তা প্রস্তুত করা হয়েছে, সে অনিষ্ট হ’তে পরিত্রাণ চাচ্ছি’ (আবুদাঊদ, মিশকাত ৩৭৫ পৃঃ, সনদ ছহীহ)। অন্য বর্ণনায় পোষাক খোলার সময় ‘বিস্মিল্লাহ’ বলার কথা এসেছে (তিরমিযী, সনদ ছহীহ, হিছনুল মুসলিম, পৃঃ ১৩)। 


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter