মোরগ, গাধা ও কুকুরের ডাক শুনে দো‘আ

একটি মন্তব্য পোস্ট করুন

 রাতে বা দিনে মোরগের ডাক শুনলে আল্লাহর অনুগ্রহ চাইতে হবে। আর গাধা ও কুকুরের ডাক শুনলে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে। আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করবে। কেননা মোরগ ফেরেশতা দেখতে পায়। আর যখন গাধার ডাক শুনবে, তখন শয়তান হ’তে আল্লাহর নিকট আশ্রয় চাইবে। কারণ গাধা শয়তান দেখতে পায়’ (মুসলিম, ২য় খন্ড, পৃঃ ৩৫১)। অন্য বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যখন তোমরা কুকুর ও গাধার চিৎকার শুনতে পাও, তখন ঐসব হ’তে আল্লাহর নিকট আশ্রয় চাও। কেননা তারা এমন কিছু দেখে থাকে, যা তোমরা দেখতে পাও না’ (আবুদাঊদ, সনদ ছহীহ, আলবানী, মিশকাত, পৃঃ ৩৩৭)। আল্লাহর অনুগ্রহ চাওয়ার সময় বলা যায়

(আ‘ঊযুবিল্লাহি মিনাশ্ শায়ত্বা-নির রজীম)। 

Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter