(১) আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যখন কোন ব্যক্তি ঘর হ’তে বের হওয়ার সময়ে বলে,
(বিস্মিল্লা-হি তাওয়াক্কাল্তু ‘আলাল্ল-হ, ওয়া লা- হাওলা ওয়ালা- কুওওয়াতা ইল্লাবিল্লা-হ) ‘আল্লাহর নামে বের হ’লাম, তাঁর উপর ভরসা করলাম। আমার কোন উপায় এবং ক্ষমতা নেই আল্লাহ ব্যতীত’। তখন তাকে বলা হয়, তোমাকে পথ দেখানো হ’ল, উপায় করে দেওয়া হ’ল এবং সংরক্ষণ করা হ’ল। ফলে শয়তান তার নিকট হ’তে দূর হয়ে যায় এবং অপর শয়তান এই শয়তানকে বলে, তুমি ঐ ব্যক্তির কি করবে, যাকে পথ দেখানো হয়েছে, উপায় বাতলে দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে’ (আবুদাঊদ, সনদ ছহীহ, তিরমিযী, ৩/১৫১ পৃঃ, হা/৩৬৬৬; মিশকাত, পৃঃ ২১৫, হা/২৪৪৩, ‘বিভিন্ন সময়ের দো‘আ সমূহ’ অনুচ্ছেদ)। (২) উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখনই আমার ঘর হ’তে বের হ’তেন, তখন আকাশের দিকে মাথা উঠিয়ে বলতেন,
উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা আন্ আযি¦ল্লা আও উয¦াল্লা আও আঝিল্লা আও উঝাল্লা আও আয:লিমা আও উয:লামা আও আজহালা আও ইয়ূজহালা ‘আলাইইয়া। অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই বিপথগামী হওয়া, বিপথগামী করা, উৎপীড়ন করা, উৎপীড়িত হওয়া, অজ্ঞতা প্রকাশ করা বা অজ্ঞতা প্রকাশ করার পাত্র হ’তে’ (আবুদাঊদ, ছহীহ তিরমিযী, ৩/১৫২ পৃঃ, মিশকাত পৃঃ ২১৫, হা/২৪৪২, সনদ ছহীহ)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন