মেযবানের জন্য মেহমানের দো‘আ

একটি মন্তব্য পোস্ট করুন

 ইবনু বুসর বলেন, একবার নবী করীম (ছাঃ) আমাদের বাড়ী আসেন। আমার আব্বা মেহমানদের জন্য খেজুর ও র“টি পেশ করেন। খাওয়া শেষে তিনি যখন রওয়ানা হ’লেন, তখন আমার পিতা তাঁর আরোহীর লাগাম ধরে বললেন, আমাদের জন্য আল্লাহর  নিকট কিছু দো‘আ করুন। তখন তিনি বললেন,

উচ্চারণ : আল্ল-হুম্মা বা-রিক্ লাহুম ফীমা রঝাক্বতাহুম ওয়ার্গ্ফি লাহুম ওয়ারহামহুম। 

অর্থ : ‘হে আল্লাহ! তুমি তাদেরকে যে রিযিক প্রদান করেছ, তাতে তাদের জন্য বরকত প্রদান কর। তাদের পাপসমূহ ক্ষমা কর এবং তাদের প্রতি রহমত নাযিল কর’ (মুসলিম, মিশকাত, পৃঃ ২১৩)। 


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter