দুই সিজদার মাঝের দো‘আ

একটি মন্তব্য পোস্ট করুন

 ইবনু আব্বাস (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) দু’সিজদার মাঝে বলতেন, 

উচ্চারণ : আল্ল-হুম মার্গ্ফিলী ওর্য়াহামনী ওয়াহ্দিনী ওয়া ‘আ-ফিনী ওর্য়াঝুক্বনী। অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমাকে মাফ কর, আমায় রহম কর, আমাকে হেদায়াত দান কর, আমায়  শান্তি দান কর এবং আমায় রিযিক দাও’ (মুসলিম, মিশকাত, পৃঃ ৭৭, হা/৮৯৩)। হুযায়ফা (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) দু’সিজদার মাঝে বলতেন, (রব্বির্গ্ফিলী) ‘হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা কর’ (নাসাঈ, মিশকাত, পৃঃ ৮৪)। ইবনু মাজাহতে দু’বার বলার কথা রয়েছে (ছহীহ ইবনু মাজাহ হা/৭৩৯; ইরওয়া হা/৩৩৫, সনদ ছহীহ)। 


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter