পশুর পিঠে অথবা যানবাহনে আরোহণের দো‘আ

একটি মন্তব্য পোস্ট করুন

আলী ইবনু রাবী‘আহ (রাঃ) বলেন, আলী (রাঃ)-এর নিকটে এক আরোহী নিয়ে যাওয়া হ’লে তিনি তার উপর পা রাখার সময় বলেন, 


উচ্চারণ : বিস্মিল্লা-হি আল-হাম্দুলিল্লা-হি, সুব্হা-নাল্লাযী সাখ্খারা লানা- হাযা- ওয়ামা- কুন্না- লাহূ মুক্বরিনীন ওয়া ইন্না- ইলা- রব্বিনা- লামুংক্বলিবূন, আলহাম্দু লিল্লা-হ, আল-হাম্দু লিল্লা-হ, আল-হাম্দু লিল্লা-হ, আল্ল-হু আক্বার, আল্ল-হু আক্বার আল্ল-হু আক্বার, সুব্হা-নাকা আল্ল-হুম্মা ইন্নী য:লামতু নাফ্সী ফাগ্ফিরলী ফাইন্নাহূ লা- ইয়াগ্ফির“য যুনূবা ইল্লা আংত। অর্থ : ‘আমি আল্লাহর  নামে আরোহন করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমি পবিত্রতা বর্ণনা করছি সে মহান আল্লাহর , যিনি একে (বাহন) আমাদের জন্য অনুগত করে দিয়েছেন। যদিও আমরা একে অনুগত করতে স¶ম ছিলাম না। আর অবশ্যই আমরা প্রত্যাবর্তন করব আমাদের রবের দিকে’। তার পর তিনবর ‘আল-হামদুলিল্লাহ’, অতঃপর তিনবার ‘আল্লাহু আকবাব’। হে আল্লাহ! তোমার পবিত্রতা বর্ণনা করছি। হে আল্লাহ! আমি আমার আত্মার প্রতি অন্যায় করেছি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ব্যতীত কেউ ক্ষমা করার নেই’ (তিরমিযী, ২য় খন্ড, পৃঃ ১৮২, সনদ ছহীহ)। -----


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter