একদা ছাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! অশুভ ল¶ণের কাফফারা কি? তখন রাসূল (ছাঃ) বলেন, তোমরা বলবে,
উচ্চারণ : আল্ল-হুম্মা লা- ত্বয়র ইল্লা- ত্বয়র“কা, ওয়ালা- খইরা ইল্লা খয়র“কা, ওয়া লা- ইলা-হা গয়র“কা। অর্থ : ‘হে আল্লাহ! তুমি ক্ষতি না করলে অশুভ বা কুলক্ষণ বলে কিছু নেই এবং তোমার কল্যাণ ছাড়া কোন কল্যাণ নেই। তুমি ছাড়া হক্ব কোন মা‘বূদ নেই’ (সিলসিলা আহাদীছিছ ছহীহাহ, হা/১০৬৫)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন