শিরক থেকে বাঁচার জন্য রাসূল (ছাঃ) বলতেন,
উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী আ‘উযুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ‘লামু ওয়া আস্তাগ্ফির“কা লিমা- লা- আ‘লাম। অর্থ : ‘হে আল্লাহ! আমার জানা অবস্থায় তোমার সাথে শিরক করা হ’তে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করছি’ (ছহীহুল জামে‘ ৩য় খন্ড, পৃঃ ২৩৩)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন