ঋণমুক্ত হওয়ার দো‘আ

একটি মন্তব্য পোস্ট করুন

আলী (রাঃ) হ’তে বর্ণিত একদা তার নিকট এক ঋণগ্রস্থ এসে বলে, আমি আমার ঋণ পরিশোধ করতে অ¶ম, আমাকে সাহায্য কর“ন! আলী (রাঃ) বললেন, আমি কি তোমাকে এমন এক বাক্য শিখাব, যা রাসূল (ছাঃ) আমাকে শিখিয়েছেন। যদি তোমার উপর পাহাড় পরিমাণ ঋণও চেপে থাকে, আল্লাহ তা পরিশোধ করে দিবেন। তুমি বলবে, 

উচ্চারণ : আল্ল-হুম্মাক্ফিনী বিহালা-লিকা ‘আন্ হারা-মিকা ওয়াগ্নিনী বিফায¦লিকা আম্মান সিওয়া-ক। অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমাকে হালালের সাহায্যে হারাম হ’তে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দ্বারা তুমি ব্যতীত সকল কিছু হ’তে আমাকে অমুখাপেক্ষী করে দাও। তুমি ছাড়া যেন আমাকে আর কারো মুখাপেক্ষী  হ’তে না হয়’ (তিরমিযী, মিশকাত, হা/২৪৪৯, পৃঃ ২১৬, হাদীছ ছহীহ)। 


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter