রাসূল (ছাঃ)-এর প্রতি দরূদ পাঠের ফযীলত

একটি মন্তব্য পোস্ট করুন

আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করবেন। আনাস (রাঃ) বলেন, রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন, ১০টি পাপ মোচন করে দিবেন এবং ১০টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন’ (নাসাঈ, মিশকাত হা/৯২২)। 

উবাই ইবনু কা‘ব (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি আপনার প্রতি বেশী বেশী দরূদ পড়তে চাই, অতএব আমি আমার দো‘আর কত অংশ দরূদ পড়তে পারি? রাসূল (ছাঃ) বললেন, তোমার ইচ্ছা। আমি বললাম, চার ভাগের এক ভাগ দরূদ পাঠ করব? 

রাসূল বললেন, তোমার ইচ্ছা। যদি বেশী কর তবে তোমার জন্য ভাল। আমি বললাম, দুই ভাগের এক ভাগ দরূদ পাঠ করব। রাসূল (ছাঃ) বললেন, তোমার ইচ্ছা। যদি বেশী কর তোমার জন্য ভাল। আমি বললাম, তিন ভাগের দুই ভাগ দরূদ পাঠ করব। রাসূল (ছাঃ) বললেন, তোমার ইচ্ছা। যদি বেশী কর তোমার জন্য ভাল। আমি বললাম, আমি আমার দো‘আর সর্বাংশই দরূদ পাঠ করব। রাসূল (ছাঃ) বললেন, তাহ’লে তোমার কোন চিন্তা ও পাপ থাকবে না’ (তিরমিযী, মিশকাত হা/৯২৯, হাদীছ ছহীহ)। আলোচ্য হাদীছের সারমর্ম হচ্ছে, অধিক পরিমাণে দরূদ পাঠ করা। 


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter