বাসর রাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে ছালাত আদায়ের পর দো‘আ

একটি মন্তব্য পোস্ট করুন

আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, যখন মহিলা তার স্বামীর কাছে আসবে, তখন স্বামী ছালাত আদায়ের জন্য দাঁড়াবে এবং তার পিছনে তার স্ত্রীও দাঁড়াবে এবং উভয়ে দু’রাক‘আত ছালাত আদায় করার পর বলবে, 

উচ্চারণ : আল্ল-হুম্মা বা-রিকলী ফী আহ্লী ওয়াবা-রিকলী ফীইয়া, আল্ল-হুম্মার ঝুক্বহুম মিন্নী ওয়ারঝুক্বনী মিন্হুম। আল্ল-হুম্মাজ্মা‘ বাইনানা মা- জমা‘তা ফী খইরিন, ওয়া ফাররিক্ব বাইনানা- ইযা- র্ফারক্বতা ফী খইর। অর্থ : ‘হে আল্লাহ! আমাদের স্বার্থে আমার পরিবারে বরকত দিন এবং আমার মাঝে পরিবারের স্বার্থে বরকত দিন। হে আল্লাহ! তাদেরকে আমার প¶ থেকে রিযিক দান কর“ন এবং আমাকে তাদের প¶ থেকে রিযিক দান কর“ন। হে আল্লাহ! যে কল্যাণ আপনি জমা করেছেন তা আপনি আমাদের মাঝে জমা কর“ন। আর যদি আপনি কল্যাণকে পৃথক করেন তাহ’লে আমাদের মাঝে পৃথক করুন’ (আলবানী, আদাবুয যিফাফ ৯৬ পৃঃ)। 


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter