পিতা-মাতার জন্য দো‘আ

একটি মন্তব্য পোস্ট করুন

 নবী করীম (ছাঃ) স্বীয় পিতামাতার জন্য বললেন, 

উচ্চারণ : রাব্বিরহাম্হুমা কামা রাব্বাইয়ানী ছাগীরা। অর্থ : ‘হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন’ (ইসরা ২৪)। নূহ (আঃ) স্বীয় পিতামাতা ও মুমিনদের জন্য প্রার্থনা করেছিলেন এভাবে- 

উচ্চারণ : রাব্বির্গ্ফিলী ওয়ালি ওয়া-লি দাইয়া ওয়ালিমান দাখালা বায়তিয়া মু’মিনাও ওয়ালিল মু’মিনীনা ওয়াল মু’মিনা-ত। অর্থ : ‘হে আমাদের পালনকর্তা! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুর“ষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন’ (নূহ ২৮)। দুঃখ-কষ্টের সময় পঠিতব্য দো’আ আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) কোন দুঃখ-কষ্টের সম্মুখীন হ’লে বলতেন, 

(ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়ূমু বিরাহমাতিকা আস্তাগীছ) ‘হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই’ (তিরমিযী, হাকেম, আত-তারগীব ওয়াত তারহীব ১/২৭৩ পৃঃ; মিশকাত হা/২৪৫৪)। সন্তান ও পরিবারের জন্য দো‘আ ইব্রাহীম (আঃ) স্বীয় সন্তান ও পরিবারের জন্য নিম্নোক্তভাবে দো‘আ করেন, 

উচ্চারণ : রাব্বানা লিইউক্বীমুছ ছালাতা ফাজ‘আল আফয়িদাতাম মিনাননা-সি তাহবী ইলাইহিম ওয়ারঝুক্বহুম মিনাছ ছামারা-তি লা‘আল্লাহুম ইয়াশকুরূন। অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! তারা যেন ছালাত ক্বায়েম করে। মানুষের অস্ত রকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল-ফলাদি দ্বারা র“যী দান কর। সম্ভবতঃ তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে’ (ইবরাহীম ৩৭)। মুমিনগণ তাদের নিজেদের জন্য এবং স্বীয় পরিবারবর্গের জন্য বলেন, 

উচ্চারণ : রাব্বানা হাবলানা মিন আঝওয়াজিনা ওয়া যুররিইয়াতিনা কুররাতা আ‘ইউনিউঁ ওয়াজ‘আলনা লিলমুত্তাক্বীনা ইমা-মা। অর্থ : ‘আমাদের পালনকর্তা! আমাদের স্ত্রীদের প¶ থেকে এবং সন্তানদের প¶ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাক্বীদের জন্য আদর্শ স্বরূপ করুন’ (ফুরক্বান ৭৪)। ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) আব্বাস (রাঃ)-কে বললেন, আপনি আপনার সন্তানদের নিয়ে সোমবার সকালে আসেন, আমি তাদের জন্য এমন দো‘আ করব, যা দ্বারা আল্লাহ আপনাকে এবং আপনার সন্তানদেরকে উপকৃত করবেন। রাবী বলেন, আমরা সকালে তাঁর নিকটে গেলে তিনি বললেন, 

উচ্চারণ : আল্লাহুম্মার্গ্ফি লিল আব্বাসি ওয়া উলদিহি মাগ্ফিরাতাং যা-হিরাতাওঁ ওয়া বা-ত্বিনাতাল লা তুগা-দির যানবান আল্লা-হুম্মাহফাযহু ফী উলদিহি। অর্থ : ‘হে আল্লাহ! তুমি আব্বাস ও তার সন্তানদেরকে প্রকাশ্য-অপ্রকাশ্য ভাবে ক্ষমা কর, তার কোন পাপ ছেড় না। হে আল্লাহ! তুমি তাকে তার সন্তানদের ব্যাপারে নিরাপদে রাখ’ (তিরমিযী, আলবানী, তাহক্বীক্ব মিশকাত হা/৬১৪৯, হাদীছ ছহীহ, টীকা নং ৬)। উল্লেখ্য যে, এখানে আব্বাস নামের স্থলে ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। 


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter