আমর ইবনু শো‘আইব তার পিতার মাধ্যমে তার দাদা হ’তে বর্ণনা করেন, নবী করীম (ছাঃ) বলেছেন, সবচেয়ে উত্তম দো‘আ হচ্ছে, আরাফার দিনের দো‘আ। আর সবচেয়ে উত্তম কথা হচ্ছে, যা আমি বলেছি এবং আমার পূর্বে নবীগণ যা বলেছেন অর্থাৎ
উচ্চারণ : লা ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহ্:দাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুলি− শাইয়িং ক্বাদীর। অর্থ : ‘আল্লাহ ব্যতীত কোন মা‘বূদ নেই, তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁর হাতে, প্রশংসা একমাত্র তাঁর। তিনি সমস্ত বস্তুর উপর ক্ষমতাবান’ (তিরমিযী, মিশকাত হা/২৫৯৮, হাদীছ ছহীহ)। ---
মাশ‘আরে হারামের নিকট যিকির
জাবির (রাঃ) বলেন, রাসুল (ছাঃ) মাশ‘আরে হারামের নিকট পৌঁছে কিবলামুখী হ’লেন তারপর প্রার্থনা করলেন। তিনি আল্লাহু আকবার বললেন, লা ইলা-হা ইল্লাল্লা-হ ও আলহামদুলিল্লা-হ বললেন (মুসলিম, মিশকাত হা/২৫৫৫)। উল্লেখ্য যে, এসব যিকিরের কোন সংখ্যা উল্লেখ নেই।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন