দরজা-জানালা বন্ধ করা এবং যে কোন খাদ্যদ্রব্য ঢাকার সময় দো‘আ

একটি মন্তব্য পোস্ট করুন

 দরজা-জানালা বন্ধ করার সময় এবং যে কোন খাদ্যদ্রব্য ঢাকার সময় (বিসমিল্লা-হ) বলবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪২৯৪, ৪২৯৫)। দরজা-জানালা বন্ধ করার অথবা খাদ্রদ্রব্য ঢাকার কিছু না থাকলে (বিসমিল্লা-হ) বলে একটি খড়ি দরজায় অথবা হাঁড়ির উপর রাখবে। এতে যে কোন ধরনের বালা-মুছীবত থেকে ঘর ও খাদ্যদ্রব্য নিরাপদ থাকবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪২৯৮-৯৯)। 


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter