নবী (ছাঃ) বলতেন,
উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী আ‘উযুবিকা মিন মুংকার-তিল আখলা-ক্ব ওয়াল আ‘মালি ওয়াল আহওয়া-। অর্থ : ‘হে আল্লাহ! আমি আশ্রয় চাই চরিত্র, কর্ম ও প্রবৃত্তির অনিষ্ট হতে’ (তিরমিযী, রিয়াযুছ ছালিহীন হা/১৪৮৩)।
উচ্চারণ : আল্ল-হুম্মা ইন্নী আ‘উযুবিকা মিং শাররি সামঈ ওয়া মিং র্শারি বাস্বরী ওয়া মিং শাররি লিসা-নী ওয়ামিন শাররি ক্বলবী ওয়া মিং শাররি মানিয়্যী।
অর্থ : ‘হে আল্লাহ! আমি আশ্রয় চাই আমাদের কর্ণ, আমাদের চক্ষু, আমাদের জিহ্বা ও আমাদের অš—রের অনিষ্ট হ’তে এবং আমার শুক্র অবৈধ স্থানে পতিত হওয়া থেকে’ (আবুদাউদ, তিরমিযী, রিয়াযুছ ছালিহীন হা/১৪৮৩)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন