হজ্জ ও ওমরাহ পালনকারী মুহরিম ব্যক্তির তালবিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

 ইবনু ওমর (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে এহরাম বেঁধে বলতে শুনেছি, 

উচ্চারণ : লাব্বাইকা আল্লা-হুম্মা লাব্বাইকা, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা, ইন্নাল হামদা ওয়ান্নি‘মাতা লাকা ওয়াল মুল্কা লা শারীকা লাকা। অর্থ : ‘আমি তোমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি, হে আল্লাহ! আমি উপস্থিত হয়েছি, আমি উপস্থিত হয়ে ঘোষণা করছি যে, তোমার কোন শরীক নেই। আমি উপস্থিত হয়েছি, নিশ্চয়ই সকল প্রশংসা ও নে‘মত তোমারই এবং রাজত্বও তোমার, তোমার কোন শরীক নেই’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৫৪১)। 


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter