আয়েশা (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) যখন আনন্দদায়ক কিছু লক্ষ্য করতেন, তখন বলতেন,
উচ্চারণ : আলহাম্দু লিল্লাহিল্লাযী বিনি‘মাতিহি তাতিম্মুস স্বালিহা-তু। অর্থ : ‘সে আল্লাহর প্রশংসা, যার অনুগ্রহে সৎ কার্য সুসম্পন্ন হয়’। আর যখন ক্ষতিকর কিছু লক্ষ করতেন, তখন বলতেন,
(আলহাম্দু লিল্লাহি ‘আলা কুলি− হাল) ‘সর্বাবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য’ (হাকেম, ১/৪৯৯ পৃঃ; আলবানী, ছহীহুল জামে‘, ৪/২০১ পৃঃ; হিছনুল মুসলিম, ১২০ পৃঃ)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন