জনৈক ছাহাবী বলেন, আমার আব্বা আমাকে রাসূল (ছাঃ)-এর নিকটে পাঠালেন এবং বললেন, তুমি রাসূল (ছাঃ)-এর নিকটে যাও এবং তাঁকে সালাম প্রদান কর। আমি রাসূল (ছাঃ)-এর নিকটে গেলাম এবং বললাম, আমার আব্বা আপনাকে সালাম বলেছেন, তখন রাসুল (ছাঃ) বললেন,
(আলাইকা ওয়া আলা আবীকাস-সালাম) ‘তোমার প্রতি এবং তোমার পিতার প্রতি সালাম বা শান্তি বর্ষিত হোক’ (আবুদাউদ, মিশকাত হা/৪৬৫৫, হাদীছ ছহীহ)। অতএব সালাম দাতার জন্য বলতে হবে,
(আলাইকা ওয়া আলাইহিস সালা-ম)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন