মু‘আয ইবনু জাবাল (রাঃ) বলেন, একদা দু’জন লোককে রাসুলুল্লাহ (ছাঃ)-এর সামনে গালাগালি করতে দেখে তিনি তাদের একজনের রাগ অনুভব করে বললেন, আমি একটা কালেমা জানি, যদি সে তা বলে তাহ’লে ক্রোধ দূর হয়ে যাবে, তা হচ্ছে,
উচ্চারণ : আউযুবিল্লাহি মিনাশ্ শাইত্ব-নির রজীম। অর্থ : ‘আমি অভিশপ্ত শয়তান হ’তে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি’ (বুখারী, তিরমিযী, ২য় খন্ড, পৃঃ ১৮৩)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন