ইবনু ওমর (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) কোন লোককে বিদায় দিলে তার হাত ধরতেন, বিদায়ী ব্যক্তি হাত না ছাড়লে রাসূল (ছাঃ) হাত ছাড়তেন না। বিদায়ের সময় রাসূল (ছাঃ) বলতেন,
উচ্চারণ : আসতাওদি‘উল্ল-হা দীনাকা ওয়া আমা-নাতাকা ওয়া খাওয়াতীমা ‘আমালিকা, যাওওয়াদা কাল্ল-হুত তাক্বওয়া- ওয়া গাফারা যাম্বাকা ওয়া ইয়াস্সারা লাকাল খয়রা হায়ছু মা- কুংতা। অর্থ : ‘আমি তোমার দ্বীন, তোমার আমানত এবং শেষ আমল আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহ তোমাকে তাক্বওয়া দান করুন, তোমার পাপ ক্ষমা করুন, তুমি যেখানেই থাক আল্লাহ তোমার জন্য কল্যানকে সহজসাধ্য করুন’ (তিরমিযী, মিশকাত, পৃঃ ২১৫, সনদ ছহীহ)। অন্য বর্ণনায় রয়েছে, এসময়ে সফরকারী ব্যক্তি গৃহে অবস্থানকারীদের জন্য দো‘আ করবেন,
উচ্চারণ : আস্তওদি‘উ কুমুল্ল-হাল্লাযী লা- তাযী‘উ ওয়াদা-য়ি‘উহ। অর্থ : ‘আমি তোমাদেরকে সে আল্লাহর নিকট গচ্ছিত রাখছি, যার নিকট গচ্ছিত সম্পদ নষ্ট হয় না’ (ইবনু মাজাহ, সনদ ছহীহ)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন