নূহ (আঃ) নৌকায় আরোহনের সময় নিম্নবর্ণিত দো‘আ পাঠ করেছিলেন,
উচ্চারণ : বিস্মিল্লা-হি মাজ্রেহা- ওয়া র্মুসা-হা- ইন্না- রব্বী লাগাফুর“র রহীম। অর্থ : ‘এর গতি ও এর স্থিতি আল্লাহর নামে। নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল দয়াবান’ (হূদ ৪১)। উল্লেখ্য যে, অত্র দো‘আটি স্থল যানে চড়ে বলা যাবে না। অথচ আমাদের দেশে অনেক গাড়ির সামনে এ দো‘আটি লেখা থাকে এবং গাড়ী ছাড়ার সময় সুপারভাইজার এ দো‘আটি বলে। যা নিতান্তই ভুল।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন