আয়েশা (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) যখন কোন মজলিস বা বৈঠকে কুরআন তেলাওয়াত করতেন অথবা কোন ছালাত আদায় করতেন, তখন এসব বৈঠকের সমাপ্তি ঘোষণা করতেন নিম্নোক্ত দো‘আ দ্বারা,
উচ্চারণ : সুব্হা-নাকা আল্ল-হুম্মা ওয়া বিহাম্দিকা আশ্হাদু আল্ল- ইলা-হা ইল্লাআংতা আস্তাগ্ফির“কা ওয়া আতুবু ইলাইক। আয়েশা (রাঃ) বলেন, একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আপনি যখন কোন মজলিসে বসে কুরআন তেলাওয়াত করেন অথবা ছালাত আদায় করেন, আমি আপনাকে দেখি এসবের সমাপ্তি ঘোষণা করেন এই দো‘আ দ্বারা। এর কারণ কি? তিনি বললেন, হ্যাঁ, যে ব্যক্তি কল্যাণমূলক কথা বলে এগুলির দ্বারা সমাপ্তি ঘোষণা করবে, ক্বিয়ামত পর্যন্ত এসব শব্দাবলী তার অনুগামী হবে। আর যে ব্যক্তি অকল্যাণমূলক কথা বলবে, এ শব্দগুলি তার জন্য কাফফারা স্বরূপ হবে’ (আহমাদ, ৬ষ্ঠ খন্ড, পৃঃ ৭৭, সনদ ছহীহ)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন