আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি কোন মজলিসে বসে অনর্থক বেশী কথা বলে অতঃপর উঠার পূর্বে বলে,
উচ্চারণ : সুব্হা-নাকা আল্ল-হুম্মা ওয়া বিহাম্দিকা আশ্হাদু আল্লা- ইলা-হা ইল্ল- আংতা আস্তাগ্ফির“কা ওয়া আত‚বু ইলাইক। অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার পবিত্রতা বর্ণনা করি তোমার প্রশংসার সাথে। আমি তোমার নিকট ক্ষমা চাই এবং তোমার দিকে ফিরে যাই’। তাহলে তার অনর্থক কথা বলার পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়’ (তিরমিযী, মিশকাত, পৃঃ ২১৪, সনদ ছহীহ)।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন