বাজারে প্রবেশের দো‘আ

একটি মন্তব্য পোস্ট করুন

ওমর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি বাজারে প্রবেশ করে সে যেন বলে, 

উচ্চারণ : লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহ:দাহূ লা- শারীকা লাহ, লাহুল মুল্কু ওয়া লাহুল হামদু ইউহ্:য়ী ওয়া ইউমীতু, ওয়া হুয়া হাইয়ুন লা- ইয়ামূতু বিয়াদিহিল খইর, ওয়া হুয়া ‘আলা- কুলি− শাইয়িং ক্বদীর। অর্থ : ‘আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসা একমাত্র তাঁর জন্যই। তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান। তিনি চিরঞ্জীব, মৃত্যু তাঁকে স্পর্শ করতে পারে না। সকল বিষয়ের কল্যাণ তাঁর হাতেই। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান’ (তিরমিযী, মিশকাত, পৃঃ ২১৪, সনদ ছহীহ)। 


Related Posts

একটি মন্তব্য পোস্ট করুন

Subscribe Our Newsletter